এক বৃদ্ধা হাতপেতে একটাকা চাইলে
মাফ করুন বলেই একটু সরে গিয়ে
দোকান থেকে দশ টাকার একটা
সিগারেট ধরিয়ে পথ চলতে শুরু করি,
আর যখন অভুক্ত শিশু খাবার ভিক্ষা চায়
আমরা তখন রেল স্টেশানে সিঁড়ির নিচে
বন্ধুদের নিয়ে চায়ের কাপে ব্যস্ত হয়ে পড়ি,
অফিসে বসে স্বার্থের রাজনীতি আর
ধান্দাবাজী করে অপরের পেটে লাথি মারি,
যখন ট্রাফিকজ্যামে অসুস্থ্য কোনো বৃদ্ধ
এম্বুলেন্সে মৃত্যুশয্যায় ছটফট করতে থাকে
আপনি তখন সরকারী তকমা আঁটা
ঠান্ডা গাড়িতে বসে হর্ণ দিতে দিতে
বুঝিয়ে দেন আপনার সময়ের মূল্য
অনেক বেশি দেশ সেবার জন্য !