অস্থির সময় থমকে দাঁড়ায়
অনন্ত আকাশের নীচে,
শুন্যে মিলিয়ে যায়
মানুষের আশা-আকাঙ্খা
লোমশ হাত ছিঁড়ে দেয় মানচিত্র;
শিশুরা মায়ের কোলে অস্থির হয়
শৈশব চুরি হয় নির্বুদ্ধিতায়,
পাথর ভাঙার শব্দে ঘুম আসে
আকাশে কঠিন মেঘের আনাগোনা  --
এই সবকিছুর মধ্যস্থতায়
গঙ্গা জলে গঙ্গা পূজা
বৃষ্টিতে নব সৃষ্টি
আঁধার পেরিয়ে আলো
অদেখার দেখা অলীক
স্বপ্ন নয় কি !