মানুষকে চিনতে হলে নাম যথেষ্ঠ নয়
একটা তকমা থাকা প্রয়োজন
তানাহলে আজকের দিনে অচল,
স্বাধীনতার এতবছর পরেও একথা অনস্বীকার্য্য।
এখন সংসারে একটা উদাহরণ মাত্র -
ছেলের চাকরীর জন্য আমার পরিচয়টাই অগ্রজ
নাতির স্কুলে ভর্তির জন্য আমার নামটাই যথেষ্ঠ
বাড়ী তৈরীর লোন সেক্ষেত্রেও নিদর্র্শপত্রে সুপারিশ
সবকিছুর দায়-দায়িত্ব আমার একার
অথচ আমিই সংসারের বাইরে ।
পেনশনের টাকায় আত্মাহুতি
শালীনতাহীন মনোবৃত্তি জীবন
কাণ্ডারী আজ নিম্নগামী
মূল্যহীন স্বাধীনতা সংগ্রামী!