ই-সময়ট  ইখন ভালো লয় রে
            ভালো  লয়।
লিখা-পড়া শিখা মানুষগুলান সব
           অমানুষের লাগি হইচে ;
অন্যায়-অবিচার চোখ্যে দেখি
           মানুষ বোবা হই থাকে
অবাক হই ইর লাগি !
           কী হইচে ই-সমাজটর ?


– ইটো দোষের লয় গ।’
কে ? কে বটে ?
    উত্তর লাই যে বড়
লুকাইলি ক্যান্,
   মুর সামনে খাড়ায় বল্ ক্যানে ?
        দোষের লয় !
মানুষের লাগি মানুষ লয় !
কাম করি মানুষের পেট ভরি ভাত জুটে না,
হাত থাকিও মানুষের কাম-কাজ কিছু লাই
    ইটো দোষের লয় ?
ইখন ই-মানুষগুলান সব রুগী হইচে বটে
   ই-রোগ হতে বাঁচার পথ লাইরে --
          পথ লাই
      ই-হল ক্যান্সার !


লতুন বেতনক্রম চালু হইল
      তুমাদের মাইনা বড়ল,
মেয়াদ কালবৈ বইড়ল
       মুদের ভুখা পেট
খালি রই গেল
      ইটো দোষের লয় ?


আইজ্ঞা, কী কইলেন বটে ?
আপনাদের কিছু করার লাই ?
ইবার তবে মুদের কুথাটুকু শুনুন গ’
  মুরা তুদের থেকে কেড়ে খাব,
ছিনিয়ে লুব মুদের হক্
     ইটোও দোষের লয় গ।’