আমরা আছি
বেঁচে আছি জলের রঙে ও ঢঙে
এখানে নিত্য জোয়ার-ভাঁটার খেয়ালী খেলা
নিজেকে পাল্টে নেওয়া স্রোতের অনুকূলে
আবার প্রতিকুলতার মাঝে নিজেকে লুকিয়ে রাখা
আমাদের স্বভাবসিদ্ধ।


বিজাতীয় স্নেহে
কখনো-সখনো আমাদের ঘুম ভাঙে
সোনালী রঙে পথ চলা --
স্বনির্ভরতার স্রোতে গা ভাসিয়ে
এগিয়ে যাওয়া মোহনার দিকে,
ফিরে দেখা নিছক কৌতুহলের বশে
অপরাধবোধের জলছবি আঁকা
এসবই সহজাত।


অন্তিমে পৌঁছে
বিষন্ন চাঁদের দিকে চোখ রেখে
ভালোবাসা আসে আঁধার পেরিয়ে
তবু জেগে থাকে স্মৃতি;
স্তূপ স্তূপ বালীয়াড়ী
দু'পাশে অবিরাম জলোচ্ছ্বাস,
খুঁজে পাই নিজেকে
নোনা জলের আস্বাদ –
আলেয়ার মৃত্যুতে প্রদীপের স্নিগ্ধ আলো
জীবন নদের উত্স -- দাবার ছকে,
আদর্শের পাড়ে বর্ণহীন বিষহীন
স্বরীস্রীপের জীবন।


এ ছবি
আঁকা হয় জলের রঙে
নিখুঁত শিল্পীর নিজস্বতায়
ক্ষয়হীন রেখাঙ্কনের অণির্বার্য্যতায়।