সংকল্পের তীরে দাঁড়িয়ে আমি একা
বারে-বারে মনে হয়েছে ভুল করলাম,
আমার ভালবাসার কথা তাকে না জানিয়ে।
নাকি সে আমায় উপেক্ষার দৃষ্টিতে দেখে !
ভাবনাগুলো যখন মাথার মধ্যে ঘুরছে
     ঠিক তখন তুমি এলে –
'কাল আমার জন্মদিন, তুমি এসো
আমি তোমার অপেক্ষায় থাকব।'
উত্সাহ আর উদ্দীপনায় আমার ধমনীর রক্তস্রোত
উর্দ্ধচাপে কম্পিত হতে লাগলো।
কখন আসবে প্রভাত, দেখা হবে তার সাথে  
নীবিড় হব দু'জনে, একাকীত্বের বন্ধন থেকে।
অবশেষে উত্কন্ঠার হল সমাপ্তি, আজ তার জন্মদিন
সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অনেকবার ভেবেছি  
কি করে বলব, আমার ভালবাসার কথা
এরআগে কখনো তুমি কথা দাও নি
তবে নিরাশও করনি কখনো !


প্রথম আলাপ কলেজ পড়তে --
তুমি প্রথম বর্ষের ছাত্রী 'লাবন্য', সবার মধ্যমণী।
যেমন তোমার লাবন্য, তেমনি তুমি মিশুকে
কলেজ ক্যান্টিন, বাত্সরিক ক্রীড়া, কলেজ ম্যাগাজিন
এমনকি নেত্রী 'লাবন্য'কে চেনেনা কেউই নেই
আমি বাংলা নিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র,
সেবার আমার উপর ভার ছিল 'ম্যাগাজিনের'
'লাবন্যে'র একটি লেখায় আমার হস্তক্ষেপ
'এক মুঠো ঘৃণা' থেকে 'এক রাশ ঘৃণা'
   বদলে দিয়েছিলাম।
আর সেকারনেই আমার সাথে ঝগড়া  
পরে অবশ্য ক্ষমা চেয়ে বলেছিল --
ভার যখন আপনার ওপরেই
    তখন হার আমারি।
তারপর থেকে মাঝে-মধ্যে কথা হত
কখনো সাহিত্য , কখনোবা সংবাদ  
আমার সংলাপে কখনোই ভালবাসার কথা বলিনি তাকে
এভাবেই সময় কেটে গেছে আরো দু'টো বছর।  
ও এখন তৃতীয় বর্ষের ছাত্রী
এখন বুঝি  প্রার্থী আমি একাই ছিলাম না,
আরও যারা ছিল, সকলকেই ও নিরুদ্বেগ রেখেছিল।
কলেজ শেষ করার পর এই প্রথম দেখা,
'এতদিন পর আমাকে মনে পড়ল তার'!
এ কিসের টানে --, আমার উত্কন্ঠার
সমাপ্তি ঘটল তার জন্মদিনের অনুষ্ঠানে।
একগোছা রজনীগন্ধ্যা আর একটা রঙিন কলম
সঙ্গে নিয়ে আমি যখন তার বাড়ী এলাম --
সে তখন জন্মদিনের পাওয়া গাড়িতে
যোগ্য বন্ধুর সাথে নিবিড়তায় মগ্ন ।


উত্তর মিলল -- আরো ও কয়েকদিন পর
অভিযোগ নয়, নয় হৃদয় নিয়ে খেলা
'ইতিহাস পরিবর্তনে তুমি খুঁজে পাবে আমাকে।'