এতকাল আমি একা পথ চলছি
ভুলের পাহাড় জমছে চতুর্দিকে,
অপরাধবোধ কুরে কুরে খাচ্ছে
আয়নার সামনে দেখি না নিজেকে,
সব চাওয়া-পাওয়ার অবসান ঘটিয়ে
এবার পথের মাঝেই হারিয়ে যেতে চাই –
ঠিকানা যদি না রাখি, দোষ নিও না
দীর্ঘ বিরতি অতিক্রান্ত হলে পর’
বন্ধুর পথ মসৃণ হবে, তারপর -
অজন্তা-ইলোরার ভগ্নাংশে হব জীবাশ্ম!