সময়ের মূল্য অপরিমেয়, এ কথা ঠিক
তাই সময় নিয়ে খেলা করার অর্থ পণ্ডশ্রম,
আগে মানে অনেক আগে, মনে করুন -
চল্লিশ বছর আগে বা তারও অনেক আগে
তখন একটি বা দু'টিই নয়, তারও বেশি
কমপক্ষে পাঁচ-সাত ভাই-বোন সুসম্পর্কে,
কিন্তু আজ! দু'টিতো অনেক দূরের কথা
কেবল মাত্র একটি সন্তান, ছেলে অথবা মেয়ে
কিন্তু কেন? মানুষ করার সময়ের অভাব
অর্থের অভাব নাকি আদর্শহীনতার নিম্নগামী স্রোত
কোনটি আজ আমাদের আষ্ঠেপৃষ্ঠে বেঁধেছে?
মানছি ব্যস্ততা বেড়েছে, বেড়েছে পশ্চাৎগামী চাপ
আর তার সাথে সাথে লাফিয়ে সভ্যতার অগ্রগতি
আজ টাকা উপার্জনে পবিত্রতা নেই, আছে কৌশল
সবকিছু ঠিকঠাক চললেও সম্পর্ক আজ শিথিল
নিজের সন্তানকে শিক্ষা দিতে আজ অক্ষম
ভাই-ভায়ের সুসম্পর্ক অথবা ভাই-বোনের,
উপার্জিত অর্থেই যে গৃহ নির্মান করি আমরা
সেখানে দু'টি সন্তানের জন্য সবকিছুই আলাদা
উপরে-নীচে দুই দুই শোবার ঘর, পড়ার ঘর
আলাদা আলাদা খেলার সরঞ্জাম অপর্যাপ্ত
ছোট থেকেই দুই ভাগে দুটো সিঁড়ি ওপরে ওঠার,
বিষফল আমরাই জন্ম দিচ্ছি, অথচ -
বিষবৃক্ষ সমূলে উপড়ে ফেলতে দ্বিধা
সেক্ষেত্রে নিজের স্বার্থ অক্ষুন্ন রাখতে
সন্তানের জন্ম নিয়ন্ত্রণ অনেক সহজ পথ,
কি বলবেন আপনারা? ভুল হলে দণ্ডবৎ!