বাংলা কবিতা ডটকমের পশ্চিম বঙ্গের কবিগণ আগামী ১৪ আগস্ট যে সাহিত্য সভার আয়োজন করেছেন তার চূড়ান্ত রূপ :-
X স্থান:- দীঘা, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত।


(✔ স্থান পরিবর্তন - প্রশাসনিকভাবে রাজনৈতিক কারণে গত ৫ আগস্ট থেকে "উজান রিসোর্ট" টি বন্ধ হয়ে যাওয়ায়, কবি বিশ্বজীৎ শাসমল অতিঅল্প সময়ের মধ্যে দীঘা থেকে ৩০ মিনিট আগে "কাঁথি"র "লজ ইন্দ্রপুরী"তে অনুষ্ঠানের আয়োজন ও কবিদের থাকার ব্যবস্থা করতে পেরেছেন)


সকাল ৯-১০টার মধ্যে ব্রেকফাস্ট সংগ্রহ
সকাল ১০টায় অনুষ্ঠান শুরুঃ-
নিরবতা পালন : প্রয়াত কবি অচিন্ত্য সরকার এবং কবি দেওয়ান লালন আহমেদ।
সংগীত, এডমিনের শুভেচ্ছা বার্তা পাঠ, অতিথিবর্গ ও সভাপতিবর্গের বরণ।
অতিথিবর্গের বক্তব্য
চায়ের বিরতি (১০ থেকে ১৫ মিনিট)
বিরতির পর অনুষ্ঠান শুরু সকাল ১১টায়ঃ-
কবিতা পাঠ, আলোচনা, আবৃত্তি ও সংগীত এবং কাব্যগ্রন্থ প্রকাশ
বেলা ২টায় মধ্যাহ্ন আহারের বিরতি (১ ঘন্টা)
বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬/৭টা পর্যন্ত অনুষ্ঠানে থাকবেঃ-
আলোচনা, পল্প পাঠ, কবিতা পাঠ, আবৃত্তি ও সমাপ্তি সংগীত


বি. দ্র.:-
* অতিথি বর্গ এবং বাংলা কবিতা ডটকমের উপস্থিত সকল কবিদের পুষ্প স্তবক, ব্যাজ্ ও মেমেন্টো দিয়ে বরণ করা হবে।
** সকালে ব্রেকফাস্ট নিতে দেরি করলে প্যাকিং বাক্স পরে সংগ্রহ করে নিতে হবে।
*** দুপুরে লাঞ্চের সময় বসিয়ে খাওয়ানো ব্যবস্থা থাকছে।
.........
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও... বাংলা কবিতা ডটকমের কবিগণ যাঁরা থাকছেন -
চিত্তরঞ্জন সরকার
বিভূতি দাস
বিকাশ দাস
সৌমেন বন্দ্যোপাধ্যায়
যাদব চৌধুরী
আর্যতীর্থ
সংহিতা
গৌতম রায়
সুখেন্দু মাইতি
সঞ্জয় মাইতি
স্বপন বিশ্বাস
জয়শ্রী রায় মৈত্র
দেবদাস মৈত্র
পরিতোষ ভৌমিক
সোমদেব চট্টোপাধ্যায়
অরূপ কুমার গোস্বামী
সমীর প্রামাণিক
সৈকত পাল
অসিত কুমার রায়
শম্পা রায়
প্রবীর দে
মহঃ সানারুল মোমিন
আনসারুল ইসলাম
বিশ্বজীৎ শাসমল
জাকির হোসেন বিপ্লব
ফিরদৌসী আক্তার নদী
সরদার আরিফ উদ্দিন
অনিরূদ্ধ বুলবুল
বোদরুল আলম
আফরিনা নাজনীন মিলি
এবং আরও অনেক কবিগণ।


*** এখনও পর্যন্ত যাঁরা যাবেন ভাবছেন - অথচ জানাননি - তাঁদের প্রতি অনুরোধ আগামী দু'দিনের মধ্যে জানিয়ে দিন কবি বিশ্বজীৎ শাসমলকে।


Biswajit Swasmal +91 9614233238