ষষ্ঠীর পূজা আজ, সন্তানের কল্যাণ
দুর্গা ষষ্ঠী, অশোক ষষ্ঠী, শীতল ষষ্ঠী
বাঙালীর হরেক রকমের দেবীর ষষ্ঠী
ষষ্ঠী পূজার দিনে মা’য়েদের উপবাস
সন্তানের কপালে ফোঁটা, হাতে ডোর
তারই সাথে মঙ্গল কামনায় ব্রতী মা।
কিন্তু আজ সবাই বলছে - জামাই ষষ্ঠী
এ কোন দেবীর পূজা, এ কোন ষষ্ঠী?
তাহলে কি জামাইকেই ষষ্ঠীরূপে পূজা!
তা যদি নাই হবে, তবে কেন ষষ্ঠী?
পুঁথি খুলে দেখি লেখা - অরণ্য ষষ্ঠী
পিতা মেয়েদের দিয়েছিল বনবাস
তারা পেয়েছিল বনদেবীর আশ্বাস
ফিরেছিল তারা স্বামী নিয়ে ঘরে
মঙ্গলময়ী মা অরণ্য দেবীর বরে,
সেই থেকে এই ব্রত জামাই ষষ্ঠী
আনন্দ আর মহাভোজ সবা পরে’
মা আজ সন্তানেরে আপন করে।