তোমরা যারা চলেছিলে হাতে হাত মিলিয়ে
পায়ে পায়ে অবিরাম রক্তস্রোতে ভেসে
যারা পথকেই ঘর আর আপন ভেবেছ
উপেক্ষা করেছ সংসারের অসার বন্ধন
কর্ম করে গেছ ফলের আশা না রেখেই
জীবন জীবনের জন্য ভালবাসায় মহান
আমি সেইসকল প্রাণের দাবীতে প্রস্ফুটিত নয়
তোমাদের ন্যায়-নীতি-আদর্শ আজ গঙ্গাজলে,
ওরা এখন সেই জলে অবগাহন করছে
অঙ্গীকারে আবদ্ধ হতে নয়, পুন্য সঞ্চয়ে
তোমাদের ছবি ভাঁড়ার ঘরে মাকড়শাদের আস্তানায়
তোমাদের বাণী পাঠ্য বইয়ের পশ্চাৎভাগে মাত্র,
ওরা আমার একটা নামকরণ করেছে - দূতকুমার।
অনেকটা ঠিক দুধওয়ালার মতই নাকি আমি
ওরা দুধে দেয় জল, আর আমি খবরে ভেজাল
তবে পারিতোষিক দেয় আমাকে মাস মাহিনা-
এখন ওদের কথায় লিখি ওদেরই গুনগান,
আমার কোন জাত নেই, নেই কোন বিভেদ
আমি শ্রীধর - শ্রী ধরে রাখাই আমার কাজ,
কাজ বা অকাজ অথবা কুকাজ যাই বলুন না কেন
আমি কিন্তু জানি দিনে দিনে হচ্ছি আমি দামি!