পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত
পক্ষকাল আমি তোমাকে পাই
পরের দিনগুলিতে তুমি অন্যের,
একই অঙ্গে ভিন্ন ভিন্ন রূপ -
তোমার যৌবনে ভাঁটা পড়েনা
আমি বুড়ি চাঁদটাকে আদর করি
তুমি তাকে আঁচলে কেন বাঁধো?
সাতপাকে বাঁধতে প্রেম জানে পরিনয়ে
হাজার রাতের গল্প শোনায় শেহেরাজাত
এসো তবে জ্যোৎস্না, অন্ধকারে ঢাকি!