কলম লেখে কথা ও কাহিনী
সময় মনে রাখে সভ্যতা
ইতিহাস খোঁড়ে হারানো প্রাপ্তি
মানুষ ভুলে যায় কালস্রোতে,
স্তুপ স্তুপ কাষ্ঠখণ্ড  ছাই
রিক্ত হস্ত সন্ধির প্রস্তাব
প্রলয় নাচে তাথৈ তাথৈ
তবু কবি আজও মৃত্যুঞ্জয়!


আলো আঁধারের খেলা চলে
রঙ তুলি কল্পনা আঁকে ছবি
পাথরের কান্না বাজে হৃদয়ে
তাজমহল তাই রক্তে ভেজা,
সম্পর্কের তার ছিঁড়ে গেলেও
রাগ-রাগিণী সুরের বাঁধনে
সংগ্রাম বাঁচে রক্তের অক্ষরে
আকাশনন্দিনী পথের খোঁজে আজও!