যতটা প্রয়োজন তার থেকেও কিছুটা বেশি
লোভ-মোহ অথবা অজ্ঞানতা বা পরশ্রীকাতরতা
একে একে পৃথক করে একান্নবর্তী পরিবার
তারপর উপকূলবর্তী ভাসমান শ্যাওলাদল
আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে আগামীর সংকীর্ণতায়
ডুবতে রাজি নয় কেউই, তবুও ডুবে ডুবে
ডুব সাঁতার দিয়ে পাড়ি দেয় আজানার পথে,
বাহুল্যের আয়নায় দেখে নিজের প্রতিচ্ছবি
আতিশয্যের আতর সমস্ত শরীরে মেখে
পা'য়ে দিয়ে অমিতাচারের হাওয়াই চপ্পল্
গুটি গুটি এগিয়েও, পিছন ফিরতেই হয়
নবজাতকের চোখে রঙিন স্বপ্নের সকাশে!