দিনের আলো ক্ষয়ে অন্ধকার রাত
রাস্তায় আলো জ্বলছে-নিভছে
বড়ই অস্পষ্ট সবকিছু,
ঘরে কেরোসিনের অভাব
স্বভাব যাচ্ছে জ্বলেপুড়ে
প্রদীপের আলো উজ্জ্বল হয়
তারপর প্রভাত আসে আবির মেখে
হামাগুড়ি দিয়ে উলঙ্গ পৃথিবীতে,
দিন রাতের সঙ্গম কেড়ে নেয়
কালো হাতের দশ আঙুল!


দীর্ঘ থেকে দীর্ঘতর হয় পথ
তবুও সংগ্রাম এক পা'য়ে হাঁটে...