(কবিতাটি আমার স্ত্রী'কে উৎসর্গ করলাম)


চুপ থাকি ভাই রে চুপ
সাদাসিধে আমি যে খুব।


মা'য়ে ঝি'য়ে ঝগড়াটি
লেগে থাকে খুঁটিনাটি,
আমি খাইদাই হাঁটি
থাকি বেশ পরিপাটি।


চা'য়েতে মিষ্টি কম
নুনে পোড়া আলু'দম,
ভাজা নয় কড়কড়ে
মুখ ছোটে ঝরঝরে।


ছুঁই ছুঁই দিন রাত
নিরামিশে ভরা পাত,
খিলি পান রাখে তাই
শাশুড়ীর মন চাই।


মন তবু নাহি পায়
মিতা মোর কাঁদে হায়,
মা বলেন কত ঢঙ -
ওর মুখ লাল রঙ।


একদিকে আছে মাতা
অন্যদিকে মোর মিতা,
ভালবাসা পাই আমি
দুই জনে মানি দামী।


আমি বলি মিতা আলো
পাঠ করে গীতা ভালো,
রোজ রোজ পাঠ শুনে
মা হলেন খুশি মনে।


তাকে রাখি খুশি করে
সোনা আর রূপা মুড়ে
সোহাগে আপন বুকে
দিন যায় দুখে সুখে।


চুপ থাকি ভাই রে চুপ
সাদাসিধে আমি যে খুব।