চল যাই দেখে আসি
সোনা রঙ মেখে হাসি,
যেখানে  রঙের মেলা
ছুটোছুটি  সারাবেলা।
প্রাণে মনে দেবে দোলা
দেখরে দূয়ার খোলা --
সব ভুলে চলো ছুটে
কালো মেঘ গেছে টুটে।


নতুন  দিনের ছবি
খুশিতে ভরল রবি,
এসো সবে হাত ধরি
নব নব  সুর করি --
ভেদাভেদ ভুলে যাই
রাম সাথে রহিম ভাই,
রক্তে যে  ভেদ নাই
সুখে দুঃখে আছি তাই।


যাঁরা  দিয়েছিল প্রাণ
রাখতে বাংলার মান --
আজ তাঁরা কোন্ সূদূরে
আলোক বর্ষে গেছে মিলিয়ে,
অন্ধকার  পথ  ত্যাজি
আলোর রঙে উঠি মাতি,
মিলন ক্ষেত্র  এইখানে
যুদ্ধ নয়  শান্তি স্নানে !