নেই রৌদ্দুর
দিন ভাদ্দুর
চোখ যদ্দুর
আমি একা।

আজ সুর্দিন
চোখ দূর্বীণ
পথ সূরহীন
ছায়া ঢাকা।

তুমি কল্প
মনে জল্প
দেখি অল্প
পথ বাঁকা।

দাও দর্শন
এই অর্জন
কর বর্ষণ
ছাদ ফাঁকা।

নেই রুক্ষ
আছে বৃক্ষ
হও পক্ষ
কর দেখা।

তুই মূল্য
মণিতুল্য
তোরি ধুল্য
চাঁদ মাখা।