আমি একদিন ঘুমাব,আর জাগিবনাক-
কোন এক কমলারঙা রোদের সকালে;
অথবা, ঘুঘু ডাকে অলস দুপুরে যখন;
নয়তো আবছা আঁধারের সন্ধ্যায়-
ঘুমাব আমি আর জাগিবনাক ।


দেখিবনা রাতের তারা, পেঁচা-
আর ফাল্গুনের চাঁদ; যমুনার-
বয়ে যাওয়া নীল জল দেখিবনা আর;
হয়ত তখন অমাবস্যার ঘন অন্ধকার
রাত, নিভু নিভু মাটির প্রদিপ জ্বলিছে
শিয়রে আমার; আর তোমারি উষ্ণ
অশ্রুধারা ঝরিছে আমারি মুখের ’পরে ।


তোমার বুকে বিরহের ঝড়
আর আমার অস্ফুট শান্তনার পর
করুন চাহনী তোমার;
পৃধিবীর সব কষ্টেরা সেদিন
তোমাকে খিঁচিয়ে তুলিবে যেন ।
যেন, কোন নিষ্ঠুর শিকারী তীর
ছুঁড়ে কেড়ে নেয় কপোতীর পাশে
বসা কপোতের প্রাণ ।


তারিখঃ
১০ এপ্রিল ২০০৪