আমরা গুটিকয়েক
নিরীহ মানুষ, নিরাপদে
নীরবে নিঃশব্দে সত্যে আর সুন্দরের
করছিলাম চাষাবাদ ।
তাও বুঝি
কারো কারো সহ্য হলনা
ভালো ঠেকলনা মোটেই
কারো আবার হল যেন
সব বরবাদ!
আর কত করবে হাঁশফাঁশ
শেষমেশ তাই ,লেলিয়ে দিল
কয়েকটি ডিজিটাল বদমাশ ।


এইসব কুকুরেরা
দিনরাত খেতে ভালবাসে খুব
মানুষের মল। মৃত পশু স্বোল্লাসে
ঠুকরে ঠুকরে খায় শকুনের দল ।


কিছু না পেয়ে অবশেষে
বাংলা কবিতায় এসে
হ্যাকারের বেশে
কয়েকটি ডিজিটাল বদমাশ
বারবার হানা দিতে চাস ??
কি লাভ তোদের
নাকি মজাপাশ,তাই...???