ক্ষমতা কেবলি চায় ক্ষমতার গদি
কি এসে যায় হে মরি তুমি আমি যদি?
'জীবন' বদলে, পাবে শান্তনা আর
কিছু টাকা কড়ি নিয়ে হয়ে যাও পার!


মরেছ মরবে তাইতে প্রশ্ন কেন?
এইতো মৃত্যু আজ বড় সোজা যেন
উদ্ভট রাত আর দিন যায় গড়ে
চলছে স্বদেশ আমার এমনি করে
খাও দাও মরো প্রশ্ন তুলো না কোনো
চুপ থাকো নয় আকাশের তারা গোণো!


ভাড়া করা লোক আজ করে বিরোধীতা
হাসুক জনতা কা'র এসে যায় কি তা?
আজব জীবন আর আজব মৃত্যু নিয়ে
বেঁচে আছি না কি বলছি হে মরে গিয়ে??


তবু মৃত্যুর মিছিলেও হায়েনারা
যেন বন্দুক উচিয়ে বলছে দাড়া
চুপচাপ থাক আর হোস নে বেয়াড়া
প্রতিবাদ কর-তবে দেখে রাখ খাড়া!