এক হালি খালি মাথা নিয়ে
জন্মেছিলাম আমি....
না না ভুল বললাম এক্কেবারে খালি
নয় ঠিক....ঐ একটা ছাগলের ছা আর
আমার মধ্যে তেমন কোন তফাৎ ছিলো না
ঐ আমি দুধ খেতাম - ছাগল ছানাও খেতো
ক্ষুধা পেলে আমি চ্যচাতাম..ছাগল ছা' ও চ্যচাতো..
আমি পায়খানা প্রস্রাব করতাম- ছানাটাও করতো..
তারপর আস্তে..আস্তে..আমি মানুষ হতে
লাগলাম আর ছাগল ছানাটা 'ছাগল' হতে থাকলো..
কিন্তুু হঠাৎ....আজকে আৎকে উঠে দেখি ছাগলের ছা' ছাগল হয়েছে ঠিক.. কিন্তু
আমি তো 'মানুষ' হতে পারি নি...!!


মাঝে মাঝে কিছু "গরু ছাগলের বাণী" পড়ে
মনে হয় ছোট বেলা থেকে মানুষ না হয়ে
গরু অথবা ছাগল হওয়াই ভালো ছিলো..!!
কারন....পাবলিকে অহন উনাদের বাণী
খায় আর চাবায় বেশি...!!"!"