স্বার্থপর পৃথিবীতে আমি বড় একা
চলেছি মরুপথে উটের গ্রীবার মত
কষ্টে বেঁকে যাওয়া ঘাড়
সোজা করতে গেলেই ভেঙে যেতে চায়
বেজোড় আগুনে পোড়া মচমচে হাড়
তবু মানি নাই হার।
বুকে জমা দুঃখ সম্ভার এদের নিয়েই
চলে আমার সংসার হাটি হাটি পা পা...


যেদিকে তাকাই চৈত্রের খর রোদ খাঁ খাঁ
অভাগার সাগর শুকায় ভাগে পড়ে রয়
কষ্ট অবশিষ্ট যা ছিল অদৃষ্ট...!!


কতদিন শুনি না কারো মিষ্ট শিষ্ট কথা
কতদিন পর দেখা হল বাছা!
ভাল থেকো বাপু, বড় ভালো ছেলে তুমি!!
মুখে কেন দেখি না আজ দুষ্টুমি হাসি
ফাঁসির আসামি নাকি তুমি কয়েদি ?
বনিয়াদি ঘরের ছেলে তুমি
কিসের ভারে নুহ্য নাকাল তোমার
এ অকাল জীবন ভূমি??