আমার পাশের বাসায় আমার বয়েসি একজন মেয়ে বাস করে
নাম তার নীলিমা, নীলিমা দাশ
নীলিমা আমার খুব ভালো বন্ধু
আমরা গত দশ বছর একসাথে পড়েছি
নীলিমা থাকে বাবার সাথে
তার মা নেই
লোকমুখে শোনেছি নীলিমার বয়স যখন চার-পাচ  তখন তার মা কোন এক পরপুরুষের(?) হাত ধরে পালিয়ে যায়।
নীলিমা এখন কলেজে, ক্লাস এগারোতে
ক্লাস,প্রাইভেট, টিউশন শেষ করে যখন ফেরে তখন বেলাশেষ হয়ে পৃথিবীতে অন্ধকার নেমে পড়ে
এই নিয়ে পাড়ায় কত কথা!!
কেউ বলে, ক্লাস শেষে নাকি নীলিমাকে কলেজের পাশে পার্কে বিভিন্ন ছেলেদের সাথে দেখা যায়!
আবার কেউ কেউ নাকি দেখেছেও!
গতকাল শুনলাম পাড়ার একটা ছেলে নাকি কোন এক হোটেল থেকে একটা ছেলের সাথে বের হতে দেখেছে।
আমি জানি এইসব শুধুই কথা কোনটাই সত্যি নয়
পাড়া মহিলার এইসব কথা শুনে বলে বেশ্যার মেয়ে তো বেশ্যাই হবে!
বেশ্যা কথাটা শুনে আমি অবাক হয়!
আমার মনে প্রশ্ন জাগে বেশ্যা কাদের বলে?
মনে মনে উত্তর খুজতে থাকি,
যে নারী অপরিচিত পুরুষের সাথে শোয় তাকে কি বেশ্যা বলে?
তাহলে তো আমার মাও একজন বেশ্যা
আমার মা-বাবা ভালোবেসে বিয়ে করেনি
বিয়ে আগে পরিচিতও ছিল না।
নাকি একজন নারী একাধিক পুরুষের সাথে শোলে তখন থাকে বেশ্যা বলে?
তাহলে তো আমাদের দেশে বেশির ভাগ মহিলায় বেশ্যা হত,যদি তারা সুযোগ পেত!
তারা বেশ্যা হয় না কারন এই সমাজে তাদের কোন অধিকার নেয় সামাজিক,অর্থনৈতিক কিংবা মত প্রকাশ করার অধিকার!
নেই কোন জায়গা
ছোট বেলায় আমার মাকে দেখেছি, বাবা বেশি ঝাল খেতে পারতেন না রান্নায় একটু  ঝাল বেশি হলেই বাবা মাকে খুব মারত
মার খেয়ে প্রতিবারই বলত বাড়ি ছেড়ে চলে যাবে
কিন্তু যাবার জায়গা ছিল না, যাবেই বা কই?
এই সমাজে মেয়েদের কোন নির্দিষ্ট কোন জায়গা যে নেই।