ইচ্ছে ছিল সামনের অবকাশে
দুজনে লালপাহাড়ের দেশে যাব
আদিবাসী মেলা থেকে মনীপুরী শাড়ি কিনে রাঙ্গিয়ে দেবো তোমাকে
নিজের হাতে পড়িয়ে দেব সাত রঙের সংমিশ্রনে তৈরি লাল টিপ
তোমার কাজল মাখা চোখের দিকে তাকিয়ে হেটে যাব পাহাড়ি পথ ধরে
তোমার কোপাই গুঁজে দিব শিউলি ফুল।
কিছুই করা হবে না!
সব ইচ্ছেরা বাকি থেকে যাবে
আমাদের বাবুই পাখির মত সংসার পাতার ইচ্ছে
শক্তির মত চার অক্ষরে জীবন কাটানোর ইচ্ছে
বাকিই থেকে যাবে
হয়তো বাকিই থেকে গেল
তোমার সিথিতে অন্য কেউ কিছুদিন পর পড়িয়ে দেবে সিঁদুর
অন্য কারো হাতে হাত রেখে হেটে যাবে সমুদ্র পাড় ধরে ইচ্ছে কিংবা অনিচ্ছায়
হয়তো তুমি ভালোই থাকবে
আমাদের ইচ্ছের মত তোমার হবে বাবুই পাখির সংসার শক্তির চার অক্ষরে কাটবে জীবন
আমি হয়তো ভুলে যাবো তোমায়
নয়তো তোমার দেয়া শেষ বইয়ে হাত ভুলাতে ভুলাতে বিলাপ গাইবো বা
আমাদের সব স্মৃতি,তোমার সেই চোখ,সেই হাসি,সেই চুল নিয়ে লিখে যাব বিষাদগাথা।
শুধু আমার সব ইচ্ছেরা বাকি থেকে যাবে।