তুমি আমার প্রাণের ও প্রাণ, তুমি আমার জান;
ও বন্ধুরে-
তুমি আমার আন্ধার রাইতের পূর্ণ-চান।


দিবা-নিশি শুধু কান্দি নয়ন দুটি দিয়া;
একদণ্ড না দেখিলে কাঁপে আমার হিয়া।
কেমন করে তোমায় ভুলি, ওরে ও পাষাণ।
ও বন্ধুরে-
তুমি আমার আন্ধার রাইতের পূর্ণ-চান।


মাঝে-মাঝে স্বপ্নে দেখি যখন থাকি ঘুমায়;
কাছে এসে ভালবেসে জড়িয়ে ধরি তোমায়।
ঘুমের ঘোরে চমকে উঠি মন করে আনচান।
ও বন্ধুরে,
তুমি আমার আন্ধার রাইতের পূর্ণ-চান।


দূর-দেশে থাক যখন, রইতে নারে পারি;
ভালবাসার এত জ্বালায় স্বপ্নে দেই-যে পাড়ি।
হৃদয় আমার থাকেনা-রে থাকে শুধু প্রাণ।
ও বন্ধুরে,
তুমি হইলা আন্ধার রাইতের উদয়-চান।