(তোমার) নয়নের সরোবরে ওই হংস-মিথুন ভাসে;
এ-কোণ হতে ও-কোণে ঘুরে প্রেম-পিয়াসের আশে।
ইশারায় বল কথা, বুক ফোটে-তো মুখে-
লাগাম এঁটে ভাবখানাটা আছ বহুত সুখে।
অলক্ষ্যে মন আন-চান, পুড়ে-পুড়ে হও অঙ্গার;
ভাল আছি যতই বল, ভাল থাকা হয় কি আর?