নীতি-ভ্রষ্ট, নহে সরল-
সেই কি বিশ্ব-মোড়ল ?
            কুটিলতার বিস্তৃত জালে
            ফোকর গলে যায় তরল।


ফেঁসে যায় তারল্য প্রাণ
যখন ডাকে কপট বান!
            সুযোগ বোঝে স্বার্থ সাধন
            অভিনয়ের মহতী দান।


দল ভারী বাড়ায় সাঙ্গ
ভ্রষ্টাচারী করে রঙ্গ!
            অনুসারীর প্রভাব পড়ে
            প্রতিবাদে বাড়ে জঙ্গ।


শান্তি প্রিয় নীরব খোঁজে
দেখে শুনেও চোখ বুজে!
            হানাহানিতে বাড়ে অশান্তি
            প্রভাবশালীতে মাথা গোঁজে।


দুর্বল বন্ধনের সুযোগে
সম্প্রীতির ভাঙন রোগে;
            আপন প্রভাব খাটায়ে
            মধ্যস্থালী সুফল ভোগে।


মিষ্টভাষী আপন স্বার্থে
স্বভাবসিদ্ধ সেবক আর্তে !
            পথের কাঁটা মিটায় পথে
            সাজানো ক্রিয়া আপন মর্তে।


মুখে মিষ্টি অন্তরে গরল-
ভাবে শান্ত জ্ঞানে বিরল !
            সংগঠনমনা যদিও মিশুক
            সেই কি যোগ্য মোড়ল?