তোমার অবাধ্য পাপিষ্ঠ এ বান্দা, তুলেছি দু’হাত
ক্ষমা করে দাও হে প্রভু; আজ লাইলাতুল বরাত!
তোমার হুকুম-আহকাম পালন করিনি, রিপুর তাড়নায় করেছি অন্যায়
ভুল বুঝতে পেরেছি প্রভু, আজ বুক ভেসে যায় অনুতাপের বন্যায়!
তুমি রহমানর রহিম হে প্রভু-
অন্যায় আর করবো না কভু;
তোমার রহিম-রহমান নামের গুনে আজি এ পুণ্য রাতে-
পুরাতন যত পাপ আছে, এবারের তরে ক্ষমা পাই যাতে!
না হলে আজ নামবে না হাত-
কেঁদে-কেঁদে কাটিয়ে দিব সারারাত!
পড়েছি তওবা, করেছি প্রতিজ্ঞা, নাছোড় বান্দা আজ আমি-
আমার মনের কালিমা ছুড়ে, ভাল হতে চাই হে অন্তর্যামী!
শুনেছি তুমি ক্ষমা করার তরে -
অপেক্ষায় আছ অধীর আগ্রহ ভরে;
ক্ষমা কর, ক্ষমা কর, তুমি যে গফুরর রহিম-
তুমি যে বড় দাতা, নাম তোমার আল কারীম!
তুমি সব কিছু শোন, সব কিছু দেখ, গোপন খবর জান
ক্ষমাশীল তুমি, রুজি দান কারী, এ বান্দার কথা মান!
যদি গো তুমি ভাগ্যে লিখ, আর কত নিবে এগ-জামিন ?
পৃথিবীর শান্তি, পরকালের শান্তি, সব যেন পাই; আমিন!