ফুটেছে ঐ সোনালু ফুল
               প্রকৃতির কানে অপূর্ব দুল-
কাঁচা সোনায় কোন সোনারু বানাইলে।


দেখতে সুন্দর মন কাড়ে
               থোকা-থোকা বনবাদাড়ে-
এত সুন্দর রঙিন সাজে কে সাজাইলে।


নদীর পারে পথের ধারে
               সোনার রঙে উঁকি মারে-
হলুদ আভা ছড়িয়ে অপরূপ দেখাইলে।


সোনালু ফুল সোনার মত
               ঝুমকা কানে দুলে শত-
ডালে-ডালে শাখায়-শাখায় বিছাইলে।


দেখ কেমন সোনার কন্যা
               সারা গায়ে রূপের বন্যা-
অষ্টাদশীর রূপের হাটে মেলা বসাইলে।