হুতুম-প্যাঁচার চোখে
রাত জেগে চলি;
               রাতের প্রহর কেটে যায়
               দেখে শেফালির ফোটা কলি।


চাঁদের গ্রহণ কালে
আঁধারের রূপ জেগে উঠে;
               আমার চোখ শিকার খোঁজে
               ইঁদুর ভরা মাঠে।


বেসুরো কুকুর ডাকে
সুরেলা হুক্কাহুয়ার তালে;
               সুযোগের অপেক্ষায় থাকি
               শিয়াল পালানোর কালে।


কাঁকড়ার চিমটি খেয়েছি
নাদুস-নুদুস ইদুর ভেবে;
               বিপদের আভাস পেলে
               তবেই হুতুম-হুতুম ডাকি রবে।