কবির লড়াই
          কবির বড়াই
          চলছে আসরে;
কেউবা মহান
          তারও বিশেষ
          কাব্যের বাসরে।


কবিতা রচিতে
          মেলায় বেচিতে
          আঁকে কত ছক;
গোয়ালা মতিতে
          বলে কি দধিতে
          লাগে শুধু টক?


ভোক্তার ভোগেতে
          আস্বাদ লভিলে
          যদি হয় তৃপ্ত;
পেতে বারে-বারে
          স্বাদের আচারে
          হবে পুনঃ লিপ্ত।


গোলাপের গন্ধ
          খোঁজে বলে মন্দ
          কাঁটা ভরা ডাল;
নাকের শ্লেষ্মায়
          গন্ধ নাহি পায়,
          দেয় শুধু গাল।


কবিতা লিখতে
          কবির মেধাতে
          যদি থাকে ধার;
ছন্দের যাদুতে
          মোহিত পাঠকে
          খুঁজে দেখে কার।


নিন্দুকের নিন্দা
          ডুবে মরে জিন্দা
          বিদ্বেষে কাতর;
কবির কবিত্বে
          বাহবা কুড়াতে-
          বলে কি-সে পর?


বৃথাই লড়াই
          করছ বড়াই
          তুমি বড় কবি;
কতটা পেরেছ
          কবিতা গড়েছ
          দেখ তার ছবি।