মাছের মুড়োটা ফজলু মিয়ারই প্রাপ্য
তার সামনের দাঁত দুটো বেশ বড়;
ইলিশ মাছের পেটিও খুব তৈলাক্ত
নয়ন সেখ, তাই আশা এবার ছাড়।
ওটা এবারও ফজলু মিয়াকেই দাও
তবে নয়ন সেখকে কিছু দিতেই হয়;
আপাতত লেজটা খুটে-খুটে খেয়ে নাও;
খাওয়ার অভ্যাস হউক, কাটুক ভয়।
(নয়ন শেখের চেটে-পুটে খাওয়া শেষে)-
কিরে নয়ন, আজন্মে ইলিশ খাসনি?
দেখতো, ফজলু মিয়া বড় ঘরের পুত;
এক রত্তি ইলিশের মাথা, আর পেটি
এখনও রয়েছে পুরোটাই নিখুঁত।
এত বড় ইলিশের লেজটা করে সাবাড়
তবুও এইটুকুতে চেয়ে থাকিস আবার।
আরে, মাছটা নাহয় তুই-ই ধরেছিলি
ফজলু মিয়া ছাড়া পেতিস কি খাবার?