ও-তোরা বাঁধ-রে বাঁধন শক্ত করে ঘর।
ঘরের খুঁটি আঁটো-রে সেটে মাটিরও ভিতর।
ধুলা উড়িয়ে এলো-রে এলো কালবৈশাখী ঝড়।।


ঘরখানা তোর মাটির বেড়া
ভিতরে কাঁচা বাঁশ;
উপর ছাউনি ছনের দিছো
কাটছে বারো মাস।
বে-খেয়ালি দিন কাটলো-রে এখন সামাল কর।
ধুলা উড়িয়ে এলো-রে এলো কালবৈশাখী ঝড়।।


নিত্য-বছর ভাবছিস-রে তুই
নতুন করবি বেড়া;
বাঁধন খানি শক্ত করে
করবি সবার সেরা।
চতুর-খান্নাস ভুলায়ে রেখে করলো-রে কি তর।
ধুলা উড়িয়ে এলো-রে এলো কালবৈশাখী ঝড়।।


সুখ-বসন্ত কাইটা গেছে
আইলো বৈশাখ মাস;
বে-খেয়ালি রইলি বছর
তর ঘুণে খাইলো বাঁশ।
এখন-তো আর সময় নাইরে লাগছে অনেক ডর।
ধুলা উড়িয়ে এলো-রে এলো কালবৈশাখী ঝড়।।


বাঁশের খুঁটি মাটির বেড়া
উপরে ছনের ছা’নি;
কাঁচা জিনিস দিয়া গড়া
সাধের গৃহ-খানি।
ভেঙে পড়লে পচন ধরবে তুই হইবি-রে পর।
ধুলা উড়িয়ে এলো-রে এলো কালবৈশাখী ঝড়।।