কাঁচা আম গাছে ঝুলে
      দেখে জিবে ভরে জলে
            আয় তোরা আম তলে;
এলো ঝড় কড়-মড়-
দুটো আম ঝরে পড়
            ভর্তা খাব টক্-ঝালে।


আম তলা করি খেলা
      হাসি-খুশি কাটে বেলা
            বাগে পেলে দেই ঢেলা;
টুপ-টাপ্ পড়ে কাঁচা-
লাঠি নিয়ে এলো চাচা
            তাড়াতাড়ি পালা-পালা।


কাঁচা আম হাতে নিয়ে
      খোকা হাঁটে পথ দিয়ে
            খুকী থাকে আড়ে চেয়ে;
পেতে আম শুধু তারে-
ডাকে খুকী বারে-বারে
            স্বাদ নিতে চায় খেয়ে।


বায়ু কোণে মেঘ মাখে
      আম গুলো দোলে শাঁখে
            পেতে গাছে চোখ রাখে;
কার আগে নেবে কেড়ে-
ছেলে-বুড়ো আসে তেড়ে
            খুশির মাস বৈশাখে।