গুড়-গুড় মেঘ ডাকে
বকের সারি ঝাঁকে-ঝাঁকে;
ঈশান কোণে বাতাস ছুটে
মেঘ করেছে বিদ-ঘুটে।


পশু-পক্ষী ছুটে ত্রাসে
বৈশাখ মাসে ঝড় আসে;
মেঘের সারি আসছে তেড়ে
ভয়ে কাঁপন যাচ্ছে বেড়ে।


শন-শন বায়ু বহে
ঝাঁপটা দিয়ে ভাঙা-গৃহে;
বাঁশের খুঁটি পড়লো লুটি
মাল-সামানা হচ্ছে মাটি।


কড়-কড় শব্দ করে
আকাশ হতে বাজ পড়ে;
ঝিলিক দিয়ে নয়ন ছেয়ে
দেয় ধাঁধায়ে দস্যি মেয়ে।


টুপ-টাপ বৃষ্টি ঝরে
আকাশ হতে মাটির ‘পরে;
গাছের ডালে টিনের চালে
বন-বাদাড়ে বিলে-খালে।


রিনি-ঝিনি নৃত্য তালে
জলের ফোঁটা দেয় ঢেলে;
বৃষ্টির সুরে পরান জুড়ে
তালে-তালে নাচায় মোরে।