গ্রাম-বাংলার চিরায়ত
নববর্ষের চিত্র খুঁজে নাহি পাই!
          আগের দিনের সুন্দর দিন গুলি
                         এখন কোথাও নাই ||


বছরান্তে খুশির জোয়ারে ভাসিত
ছেলে-মেয়েরা গাঁয়ের!
             পহেলা বৈশাখে মেলায় যাবে
                      আঁচল ধরতো মায়ের ||


দাও গো আমায় দুটো পয়সা
কিনবো রঙিন ফিতে!
                     চাচা-ফুফু আদর করে
                         দু-চার আনা দিতে ||


খুশিতে আটখানা হয়
খুকুর নাচন কে দেখে!
              খেলনা-পাতি, মোয়া-মুড়কী
                        কিনবে মেলা থেকে ||


তালপাতার পাখা, ফুরুত বাঁশি
মাটির খেলনা পুতুল!
              মনের আবেগ জড়ানো ছিল
                     বর্ণনায় হয় সে অতুল ||


ফেরার পথে জিলাপি-জুড়ী
গোল্লা রসে ভরা!
              কালবৈশাখীর সাজন দেখে
                        বাড়ী ফিরতো তরা ||