পশ্চিমের আকাশে উদিত এক ফালি বাঁকা চাঁদ;
শেষ রমজানের বিকেলে কিছু অনুসন্ধিৎসু চোখ
প্রার্থিত পাওয়ার আনন্দে আজ হয়েছে উন্মাদ।
মুসলিম জাহানে উঠে রব, কাল ঈদুল ফিতর;
ফিতরা দাও, আনন্দ বিলাও, রবে না দুঃখী মুখ।
এক-কাতারে পড়বো নামাজ, মিলে আপন-পর।


বাদ যাবেনা কেও, রাস্তায় বিভোর উলঙ্গ পাগল
খয়রাতি-যাকাতের বসনে আবরু ঢাকবে সেও।
আল্লাহু আকবর, আল্লাহু আকবর, নামবে ঢল;
মিষ্টি-সেমাই-পায়েস-ফিরনির উৎসব ঘরে-ঘরে
উদর ভরে যতই খাও, বাধা দেবে না কেও।  
ঈদের খুশিতে মিলবো মাঠে একে-অন্যের তরে।


রমজানের সিয়াম সাধন আজ হয়েছে পূর্ণ;
পাপাচার করে দূর, গোঁড়ামির ঘরে দিয়ে তালা
উদাত্ত আহ্বানে জমায়েত, করি হিংসা-দ্বেষ চূর্ণ।
অনাবিল সুস্থ আনন্দেতে হবো সবাই শামিল;
সর্বজনীন ঈদ প্রতিজ্ঞায় নতুন দিনের পালা।
দূর হোক উগ্রপন্থা, উদারতা হোক তামিল।