সুড়সুড়ি টা দিচ্ছে কর্তা
বেতন এবার বাড়বেই,
আন্দোলনের চাপে হাঁস
সোনার ডিম পারবেই।


দিচ্ছে লাফ মারছে ঝাঁপ
গার্ড-পিয়ন-কেরাণী;
বড়-কর্তার গোঁফে তেল
খাবেই এবার বিরানি।


যোগ-বিয়োগ পূরণ-ভাগের
হিসেব করি আমি;
বানরের পিঠা ভাগে
জিতবে কেমনে বে-নামি?


যত বাড়বে বেতন তার
ততই বাড়বে ব্যবধান;
নিম্ন-পদের কর্মচারীগণ
বসে-বসে আঙ্গুল খান।


তিতা-মিঠা বোঝেনা পাগল
জিলাপির কত স্বাদ;
আখের আগা পাগল খাবে
কর্তা পাবে বাকিবাদ।


(সরাসরি মোবাইলে লিখে পোষ্ট, ত্রুটি মার্জনীয়)