দুরন্ত আমার ছুটন্ত মন
তোমায় খুঁজে ফেরে সারাক্ষন
তুমি অচীন পূরে,
ফুটন্ত ফুল যাচ্ছে ঝরে
দেখে এলাম জগৎ ঘুরে
স্বপ্নে দিন দুপুরে।

প্রান্তর জুড়ে তোমার স্মৃতি
উজ্জীবিত আজো প্রীতি
হৃদয় উথাল পাথাল,
দূর আকাশের তাঁরার মাঝে
তোমায় খুঁজি সকাল সাঝে
লজ্জিত মহাকাল।

ভাবনার ভূল যাতনার তীরে
নোঙর ফেলে যাচ্ছে ফিরে
ডাকছে আবার কেহ,
মনের জ্বালা মনই বোঝে
দিবানিশি তোমায় খোঁজে
কঠিন প্রীতির মোহ।

দুঃখ দেখায় বড্ড বিনয়
কারণ ছিল হয়নি প্রনয়
স্বপ্ন ছায়ায় থেকে,
ব্যথার স্রোতে অবগাহন
ব্যাথী হতে নেইতো বারণ
স্মৃতি বুকে রেখে।

সামনে এলে দুর্বলতা
জাগে তোমার কোমলতা
আমার ভূবন জুড়ে,
তোমার কষ্টে আমি সাজি
কি যাতনা আমিই বুঝি
হৃদয়ে রাখা মুড়ে।