স্বপ্নে দেখেছি, মরে যাওয়ার বহু বছর পরে
এসেছি ফিরে এই জগতে কিছুক্ষণের তরে।


কিন্তু হায় কেউ তো আমায় চিনিতে নাহি চায়,
সবাই বলে, 'না না না, চিনি না আমি তোমায়।


ছিলো একজন এই জগতে ঠিক তোমারই মত!
কিন্তু সে তো অনেক আগেই হয়ে গিয়েছে গত।'


বাড়িতে আমার করছে বাস অচেনা নতুন সবাই;
সেখানে আমিও অচেনা পথিক,চিনে না আমাকে হায়!


থামাতে পারিনি কান্না আমি, কেঁদেছি আকুল হয়ে;
কিসের জন্য করেছি বড়াই এই দুনিয়াটা লয়ে?


আজ মরলে কাল অচেনা, রাখে না কেউ মনে;
তাই তো বলি, মরার আগে নিও গো পাথেয় সনে।