কত পাখিরা উড়ে চলেছে অনন্ত সমুদ্রের বুকে,
সাদা সাদা ডানা ঝাপটে সাঁতারে বেড়াচ্ছে সমুদ্রের ঢেউয়ের তালে তালে।
কত সব নাম না জানা আকার ভঙ্গিমা।
মানুষেরা তাদের কত নামে ডাকছে, খাবার দিচ্ছে।
ছুঁয়ে দেখার অদম্য ইচ্ছায় তাদের দিকে বাড়িয়ে দিচ্ছে হাত।
পাখিগুলো মানুষের ভাষা বোঝে না।
বুঝতে পারে না, হয়তবা বুঝতে চায় না।
মানুষের ছুঁড়ে ফেলা খাওয়ার তাদের একমাত্র লক্ষ্য।
এক কনা খাওয়ার জন্য পরিশ্রম,
দীর্ঘ পথ অনুসরণ করে এগিয়ে চলা জাহাজের পেছনে পেছনে।
এক টুকরো খাওয়ার নিয়ে কোন্দল, ঝগড়া, মারামারি ইত্যাদি ইত্যাদি।
খাওয়ার শেষে দল বেঁধে আবার ফেরার পালা।
পাখিরা জানেনা মানুষেরা তাদের কোন নামে ডাকে।
পাখিরা জানেনা মাঝ সমুদ্রে একটা একটা করে দানা ছড়িয়ে দেওয়ার নাম "বিলাসীতা"।
পাখিরা বোঝেনা পাখিতে পাখিতে মারামারি দেখাটা মানুষের বিনোদন।
পাখিরা মানুষ চেনে না, খিদেকে চেনে।
পাখিরা মানুষকে ছুঁতে চায় না, মানুষের সাথে থাকতেও মন চায় না তাদের।
পারের হদিস তারা জানে,
তবু কিনারায় এসে আবার ফিরে যায় সমুদ্রের অনন্ত জলে।
হয়ত কোনো জাহাজের সন্ধানে...?
পাখিদের মূল মন্ত্র হয়ত-
বাঁচার জন্য খাওয়া আর খাওয়া জন্য লড়াই।
তবু খাওয়া জন্য খাঁচা নয়,
খাওয়া জন্য শিকল নয়।
খাওয়ার জন্য দল ভাঙ্গা নয়।
এমনকি, খাওয়া জন্য নিজস্বতাকে মেরে ফেলাও নয়।