জীবন নিয়ে একটা ভাষ্য লিখব ঠিক করেছি,
আত্মতত্ত্ব বা দেহতত্ত্ব নয়, নিছক জীবনের তত্ত্ব।
একটা সাদামাটা জীবনের ভাষ্য।
যার শুরুতেও জীবন, আবার শেষেতেও জীবন।
কেবল মাঝখানটায় ভরা অগণিত ভাবনার ধোঁয়ার,
যেই ভাবনারা ভেসে বেড়ায় কল্পনার আকাশে।
মিটমিট করে চেয়ে থাকা তারাদের সাথে কথা বলে।
সে বলে মানুষের সমাজ আর মানুষের কথা।
ভালোবাসাবাসির কথা, নতুন দিনের কথা।
আবার, মন খারাপের দিনে নেমে আসে চোখের কোনায়।
প্রিয়জনের ছোঁয়ায় নেচে ওঠে সমগ্র হৃদয় জুড়ে।
আনন্দের উচ্ছেসে আন্দলিত করে সমস্ত লোমকূপ।
সময়ের পরিহাসকে আলিঙ্গন করার ক্ষমতা রাখে সে রাখে।
দাবী করে মানবিক সভ্যতার।
বাজার মূল্যে সেই জীবন ভাষ্য আজ মূল্যহীন অব্যয় মাত্র।
তবু, ইচ্ছা হল সেই সোনার পাথর বাটিকে তুলে ধরার, একটা জীবনের ভাষ্য লেখার।