আকাশ কেন ডাকে
চাঁদ ঘুরে চায় ;
চাঁদের আলোয় ভরা ভুবনে
চাঁদনি ভরে জ‍্যোছনায়।
লক্ষ তারার ঝলকানিতে
গ্রহ উপগ্রহের জন্মভূমিতে;
আকাশ,তুমি শুধু চেয়ে রও
রাতের আঁধারে কেন লুকিয়ে বেড়াও।
লোকে বলে তুমি শূন্য
আমি বলি তুমি পূর্ণ ;
তোমার নীড়ে থাকে লক্ষ গ্রহ
চন্দ্র তারা সূর্য
তোমার আশ্রয় পেয়ে সবাই ধন‍্য।
আকাশ,তুমি বিরাট অনন্ত
বিজ্ঞানী খোঁজে তোমায়
কখনও পায় না অন্ত।
আকাশ,তুমি মৌন মহান
তোমার বিস্তৃতির সীমা
খুঁজে পায় না বিজ্ঞান ;
ঈশ্বরের তুমি অপূর্ব সন্ধান
লহ তুমি আমার প্রণাম।