সবসে উঁচা ঝাণ্ডা হামারা
নেতাজী জিন্দাবাদ
এ দেশ তুমহারা।
ভারত স্বাধীন করার
প্রতিজ্ঞা ছিল তোমার
যখন দেশ স্বাধীন হল
হারিয়ে গেল সুপুত্র ধরার।
জীবনে লক্ষ্য ছিল দেশভক্তি তোমার
কলেজ জীবনে তারই প্রকাশ
ওটেন প্রহার।
ব‍্যারিস্টারি পাশ করেও
ইংরেজের চাকরি নাওনি
দেশভক্তির প্রবল স্রোতে
তুমি হলে নেতাজী।
দেশের বাইরে গিয়ে তুমি
আজাদ হিন্দ ফৌজ গড়লে
ব্রিটিশাররা থরথর কেঁপে
এ দেশ ছাড়লে।
মহাবীর তুমি দেশমায়ের বরপুত্র
অবাক পৃথিবী বিস্মিত হল
বিস্মিত হল আসমুদ্র।
এসো এসো নেতাজী
পৃথিবী তোমায় পূজবে
নতুন সূর্যের নতুন কিরণ
দেশমাতাকে উদ্ভাসিত করবে।
----
নেতাজী তোমার চরণে শতকোটি প্রণাম।