আগ্নেয়গিরির হোক অগ্নু‍‍ৎপাত;
লাভার আগুনে হোক পুড়ে খাক;
হরিৎ পৃথিবীতে আসুক
মড়কের ডাক;
তবুও মানুষ বিদ্বেষে জ্বলবে।
করে হানাহানি
অস্ত্রের ঝলকানি;
আকাশে বাতাসে
ক্রন্দনরোল উঠবে ;
তবুও মানুষ সংহার করে যাবে।
নাই তাদের দয়া মায়া
আছে ওদের বিশাল চাওয়া।
আছে অহংকার যেন হিমালয় ;
ভগবান দাও শান্তির বারি;
দর্পচূর্ণ করে দাও স্বামী ;
জীবন সবার হোক অক্ষয়।
হিংসা যুদ্ধ থামবে না ;
সৃষ্টির চেতনা আসবে না।
ধ্বংস হবে কত পরাণ যাবে
নতুন অস্ত্রের সন্ধান হবে।
আসবে তখন প্রলয় নাচন;
পাপের তাড়নায় ডুবে যাবে মন;
যেন সৃষ্টির লোপ হবে ;
শূন্য হতে জন্ম পৃথ্বীর
শূন্যতেই লোপ পাবে
এখনো কি দেবাত্মা জাগবে না?
শুভবুদ্ধি কি আসবে না?
এখন হে মহানুভব দাও বরাভয়;
তোমার পুত্রকন‍্যার প্রাণ সংশয়;
তবুও কি যুদ্ধ চলবে?
হাহাকারে চারিদিক ভরবে?