দূরে বহু দূরে নীল আকাশ পানে
তাকিয়েছিলাম;
হঠাত মেঘের কালো পাহাড়ের
গর্জন শুনলাম।
তখনই বাতাস তীব্র হল
গাছেরা মাথা দুলিয়ে
প্রতিবাদ জানাল।
সঙ্গী বৃষ্টি তীব্রতর বেগে
পৃথিবীকে ভিজিয়ে দিল;
ঝড় উঠল,গাছেরা ভেঙ্গে
রাস্তা আটকে দিল।
এমন সময় কে যেন দরজায়
ধাক্কা দিল
দরজার পাল্লা খুলে ধরলাম
বৃষ্টিতে ভেজা এক বৃদ্ধ ছিল
তাকে ঘরে আসতে বললাম।
শুকনো জামাকাপড় পরে
আরাম করে বৃদ্ধ আরামকেদারায়
বসল।
ক্রমশ ---