মন রে-- ভাবনা কর না
জীবন নদীর এ কূল ভাঙে
আবার নতুন করে গড়ে
এই ভাঙা গড়ার খেলা রে মন
জীবন ভর চলে।
আসা যাওয়ার এই যে খেলা
এই ত জীবন রে;
খেলা যখন বন্ধ হবে
মরণ খেলা শুরু হবে।
খেলাই জীবন আমাদের
তাই মন রে মিছে ভাবনা কর না
এমনি করেই জীবন চলে
চলায় বিরতি আসে না।
ভালো মন্দ কাকে বলে
কিছুই বুঝি না ;
যার যেমন দৃষ্টি ভঙ্গি
তেমনি হয় ভাবনা।
মন রে-সামনে যা আসবে মোদের
সেই অনুরূপ কর ভাবনা।