আমায় একা বসিয়ে রেখে
         চললে কোথায় প্রিয়া?
সুখের পরশ পাবে তুমি
         বল গো কোথায় গিয়া ?
   একলা ফেলে বিজন পথে
   চড়বে তুমি গো কোন রথে?
বসে থেকেই কাল কি যাবে
        শুষ্ক হবে মোর এ-হিয়া?
আমায় একা বসিয়ে রেখে
       চললে কোথায় প্রিয়া?


সময়ের রথ চলছে ছুটি
         উড়িয়ে সদা বিজয়ধ্বজা,
উড়ছে ধূলি ঢাকছে নীলে
         উদ্যমে পূর্ণ এ-অনন্য রাজা--
     এমন সময় একলা রেখে
     কেমন পুলক চিত্তে মেখে
আমায় তুমি বসিয়ে রাখ
         যেমন থাকে বসে এক খোজা?
সময়ের রথ চলছে ছুটি
         উড়িয়ে সদা বিজয়ধ্বজা।


আছি বসে দেখি কবে
        হয় গো তোমার প্রত্যাগমন,
তোমার ছোঁয়া না পেয়েই
        নাকি আমায় ঘিরবে গো শমন !
   একলা বসে এই পথের পানে
   অনুরাগ আর শত অভিমানে
বসেই আছি ,বসেই আছি
       চিত্রিতে ব্যস্ত তোমায় মন!
আছি বসে দেখি কবে
      হয় গো তোমার প্রত্যাগমন।


-------------------------সমাপ্ত--------------------------
--------------------------------------------------------