বলছে ডাকি কোকিল আমায়
           "বসন্ত যে এল গো কাছে,
এবার হবে গানের আসর
            আম্রডালে বেড়াবো নেচে!


ভরবে ধরা গানের সুরে
            মেলাবে সকল আপন কান,
আমার সুরের মিষ্টি ছোঁয়া
             সবারে যাবো করে যে দান!"


আমি বলি গানিবে জানি
            তোমার কোমল মিষ্টি সুরে,
সকল কর্ণ সবার কর্ণ
            মধুর গীতে যাইবে ভরে!


কিন্তু কেন তুলনি তান
           দীর্ঘ সারাটা বছর  ধরে?
এখন কেন কীসের হেতু
           চিত্কারি হায় যাবে গো মরে?


সারাটা বছর ছিলে কোথায়
            এখন যে  রাজি দানতে হরষ?
দীর্ঘ বিলম্ব করার পরে
             এসেছো দিতে সুখের পরশ!


বলে মোকে অন্যপুষ্টা "হে,
             সময়ের হিসেব সময়েই ভাই,
সময় বিনে কোনোদিনও
              কোনো কিছু ক'রো গো নাই।"


ঝাঁকুনি খেয়ে কোনোরকমে
              করিলাম আমি নিজেরে রক্ষা,
তার থেকে পেলাম আমি
               চলার পথে এক নতুন শিক্ষা!


----------------------সমাপ্ত,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,--------------------------------------